এশিয়া ইন্স্যুরেন্সের ১১% নগদ লভ্যাংশ অনুমোদন
সংবাদ বিজ্ঞপ্তি: পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বেলা ১২ টায় অনলাইন প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ্ হারুন এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২৩তম বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগনের মাঝে বিতরনের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এ সময় সভায় কোম্পানির উদ্যোক্তা পরিচালকগনের মধ্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল বশর চৌধুরী, ওয়ালিদ মো. সমুয়েল, ডা. মুনাল মাহবুব, রাশেদুল ইসলাম এবং তারিক সুজাত সহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন।
এছাড়া কোম্পানির অসংখ্য শেয়ারহোল্ডার সংযুক্ত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ্ মজুমদার।
সভায় ৩১শে ডিসেম্বর’২২ইং সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনের উপর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলোকপাত করেন এবং সভাকে আরও অবহিত করা হয় যে, ২০২২ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৭৯.৩৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ৭৫.৭৮ কোটি টাকা এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪.৭১শতাংশ । এক্ষেত্রে নীট প্রিমিয়াম আয় হয়েছে ৪৩.৩০ কোটি টাকা।
অপরদিকে, ২০২২ইং সালে অবলিখন মুনাফা হয়েছে ১৪.২৮ কোটি টাকা। কর পূর্ব এবং কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১৩.৭১ কোটি ও ৯.৮২ কোটি টাকা। এছাড়া আলোচ্য ২০২২ সালের হিসাব মতে কোম্পানির এফ.ডি.আর ও মোট সম্পদের পরিমান হলো যথাক্রমে ৮৬.০১ কোটি টাকা ও ২৪৩.০৩ কোটি টাকা।
এদিকে, ২০২২ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৯ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যের পরিমান ২৬ টাকা ৮৮ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল যথাক্রমে ৩ টাকা ২৯ পয়সা ও ২৬ টাকা ৫৭ পয়সা। আর্থিক বিবরণী বিশ্লেষন ও বিবেচনায় বর্তমানে এশিয়া ইন্স্যুরেন্স বিগত ২০২০ইং সাল থেকে ধারাবাহিক ভাবে অঅ+ (এএ+) রেটিং প্রাপ্ত একটি কোম্পানি।
অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডার পরিচালকগনের মধ্যে আবুল বশর চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মিসেস ফারজানা আফরোজ পরিচালক পদে পূনঃনির্বাচিত হয়েছেন এবং জনগনের অংশের শেয়ারহোল্ডারগনের মধ্যে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক তারিক সুজাত, সাউথইষ্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম কোম্পানির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোম্পানির ইনডিপেনডেন্ট পরিচালক হিসাবে সৈয়দ সাজেদুল করিম এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নিয়োগ শেয়ারহোল্ডারগন কর্তৃক অনুমোদন করা হয়েছে।