সাসটেইনেবিলিটি বন্ডে ২৫৭.৫ কোটি টাকা বিনিয়োগ মেটলাইফের

সংবাদ বিজ্ঞপ্তি: রানার অটোমোবাইলস লিমিটেডের ইস্যুকৃত দেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনেবিলিটি বন্ডে ২৫৭ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।

এই বিনিয়োগ বাংলাদেশের বন্ড বাজারের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং মেটলাইফের শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিওকে আরো দৃঢ় করবে। এই বিনিয়োগের ফলে বর্তমানে দেশের আর্থিক খাতে মেটলাইফ বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে ১৭ হাজার কোটি টাকার বেশি।

আন্তর্জাতিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের অংশ গ্যারান্টকো বন্ডটির ঝুঁকি নিরসনে শতভাগ গ্যারান্টি দিয়েছে। এ লেনদেনে অ্যারেঞ্জার ও অ্যাডভাইজর হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হচ্ছে ডিবিএইচ।

বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বাংলাদেশে আমাদের বিনিয়োগ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড চালুর অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই যুগান্তকারী বিনিয়োগ বাংলাদেশের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি এবং সামনে আরো উন্নত আর্থিক বাজারে পরিণত হওয়ার সম্ভাবনার প্রতি আমাদের আস্থার বহিঃপ্রকাশ।

রানার অটোমোবাইলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী বলেন, যাত্রা শুরুর পর থেকে রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশের অটোমোবাইল খাতে অত্যাধুনিক ও পরিবেশ-বান্ধব প্রযুক্তি চালু করতে এবং পরিবহন খাতে টেকসই প্রভাব তৈরিতে ভূমিকা রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলাচলের ক্ষেত্রে রানার এর পরিবেশ-বান্ধব সমাধান সম্প্রসারণের পাশাপাশি দেশজুড়ে কমিউনিটি পর্যায়ে পরিবেশ-বান্ধব জ্বালানি-নির্ভর প্রযুক্তির ব্যবহার বিস্তারে রানার ২৬৭.৫ কোটি টাকার টেকসই বন্ড ইস্যু করার জন্য গ্যারান্টকো’র সাথে অংশীদারিত্ব করেছে, যা বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনিবিলিটি বন্ড।

এই বন্ডের অর্থায়নের মাধ্যমে রানার অটোমোবাইলস তিন চাকার বাহন কিনতে আগ্রহী চালকদের জন্য ঋণ সুবিধা দিতে পারবে এবং একইসাথে উৎপাদন সুবিধার জন্য কারখানার ছাদে ৪ মেগাওয়াট শক্তি সম্পন্ন সৌর প্ল্যান্ট নির্মাণ করবে।  এই উদ্যোগটি প্রায় ৭ হাজার চালককে তিন চাকার গাড়ির মালিক হওয়ার সুযোগ করে দিবে, যার ফলে চালক এবং  যানবাহন রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য আয়ের সম্ভাবনা তৈরি হবে। আশা করা হচ্ছে, এই তিন চাকার গাড়িগুলো বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের জন্য যাতায়াত সুবিধায় ভূমিক রাখবে।

রানার অটোমোবাইলসের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই বন্ড লেনদেন সম্পন্ন করার একটি  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন রানার গ্রূপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান; রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী; প্রধান আর্থিক কর্মকর্তা সানাত দত্ত; এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন; গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম; গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।