জেনিথ লাইফের ১ লাখ ৩৮ হাজার টাকার মৃত্যদাবির চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ সেপ্টেম্বর) পলাশবাড়ী আলী হোসেন (ইমন) এজেন্সি অফিসের আয়োজনে ফুড প্লানেট চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়।
গ্রাহক ২৪ হাজার টাকার প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যুবরণ করেন তার নমিনি মৃত্যুদাবির ১ লাখ ৩৮ হাজার ৪৯০ টাকার চেক গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামানের থেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার ও শেয়ার হোল্ডার মো. জিয়াউর রহমান, মুকুল সরকার, জিএম ফারুক আজম, অপারেটিভ ডিরেক্টর (ওয়ালটন গ্রুপ) আলহাজ্ব এম এ মান্নান মুন্সী-বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মো. মনিরুজ্জামান মনির, ব্যবস্থাপনা পরিচালক-মা ট্রেডিং কার্গো প্রাইভেট লিমিটেড, উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মো. নিজাম উদ্দিন।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক, সভায় আরো উপস্থিত ছিলেন ডিজিএম মশিউর রহমান, মো. আলী হোসেন (ইমন) এজিএম ও ইনচার্জ। সভার সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার ও শেয়ার হোল্ডার মো. মুকুল গাজী।
সভায় প্রায় ১৫০ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথির নিকট থেকে সফল উন্নয়ন কর্মকর্তাগন সম্মাননা স্মারক ও পুরষ্কার গ্রহণ করেন।