কক্সবাজারে এনআরবি ইসলামিক লাইফের দ্বিতীয় বার্ষিক সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে অনুষ্ঠিত হলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সম্মেলন। গতকাল শনিবার (১৪ অক্টোবর) হোটেল কক্স টুডে’তে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান, দাবী কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার, পরিচালক আফতাব আহমেদ, পরিচালক শহীদ-ই-শিরিন শারমিন।

সম্মেলনে ২০২২ সালের সেলস এন্ড মার্কেটিং বিভাগের বর্ষসেরা কর্মী-কর্মকর্তাদের সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও ২০২৩ সালের স্টার অফ দ্যা থার্ড কোয়ার্টারের পুরষ্কার ও সেপ্টেম্বর’ ২৩ মাসিক ক্লোজিং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

কোম্পানির সন্তোষজনক ব্যবসা অর্জনকারী সেলস এন্ড মার্কেটিং বিভাগের কর্মী-কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণসহ প্রায় পাঁচশ’ কর্মী-কর্মকর্তা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।