আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে এবার ন্যাশনাল লাইফের স্বর্ণ পদক
সংবাদ বিজ্ঞপ্তি: করপোরেট সুশাসনের জন্য ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণ পদক অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস ও আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, এইচআর প্রধান মো. এনামুল হকসহ ব্যাংক-বীমা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দি ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ২০২২ সালে সেরা করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স এর স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে।