জেনিথ ইসলামী লাইফে বীমা:

২১ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, পরিবার পেল ২ লাখ ৫০ হাজার টাকা

সংবাদ বিজ্ঞপ্তি: ২০ হাজার ৭৯১ টাকার একটি প্রিমিয়াম দিয়ে মৃত্যুবরণ করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক সাদ্দাম হোসেন। এই মৃত্যুদাবি বাবদ গ্রাহকের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ।

বুধবার (২৫ অক্টোবর) কোম্পানির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে বীমা গ্রাহকের নমিনী রোজিনা আক্তারের নিকট বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক; জিএম (উন্নয়ন) বনি আমিন হাওলাদার ও রূপা নাসির; ডিজিএম (উন্নয়ন) সাজেদুর রহমান, পারভীন আক্তার সেতু, ফেরদৌসী আরা ও মানসুরা; এজিএম (উন্নয়ন) রাবেয়া আক্তার ও নাজনীন আক্তার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠন প্রধান ও সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম। সভা শেষে সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।