সাভারে জেনিথ ইসলামী লাইফের প্রশিক্ষণ কর্মসূচি ও সেলিব্রেশন প্রোগ্রাম
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ১০ নভেম্বর (শুক্রবার) সাভারের বাগানবাড়ী রেস্টুরেন্টে প্রশিক্ষণ কর্মসূচি ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উ.) সৈয়দ মাসকুরুল হক, জিএম (উ.) মো. মনির হোসেন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জল হোসাইন মানিক।
সভার সভাপতিত্ব করেন ডিজিএম ও সাভার শাখা অফিসের ইনচার্জ মো. ইবাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এজিএম (উ.) মো. আব্দুল কাদের খান ও বিএম লাভনী আক্তার।
সভায় লক্ষ্যমাত্রা অর্জনকারী ২ জন ইউনিট ম্যানেজারকে প্রধান অতিথি মোটরসাইকেল এবং অপর সকল সফল কর্মকর্তাদের ডিনারসেট প্রদান করেন।