সন্ধানী লাইফের চট্টগ্রাম জোনে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রাম অঞ্চলের সফল উন্নয়ন কর্মকর্তা-কর্মীদের নিয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের হোটেল সৈকতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার। এছাড়াও কোম্পানির চট্টগ্রাম অঞ্চলের জিএমগণসহ সকল শাখা নির্বাহী ও সফল উন্নয়ন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির চেয়ারম্যান আগত সকল উন্নয়ন কর্মকর্তা-কর্মীদের ব্যবসা ও রিক্রুটমন্টে বৃদ্ধি, পলিসি তামাদির হার কমানো, দ্রুত গ্রাহকদের সার্ভিস প্রদানসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।