রকেটের মাধ্যমে এখন সরাসরি প্রিমিয়াম জমা করতে পারবেন জেনিথ লাইফের গ্রাহকরা
সংবাদ বিজ্ঞপ্তি: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে সরাসরি প্রিমিয়াম জমার সুবিধা নিয়ে এলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে গ্রাহকদের প্রিমিয়াম জমা দেয়ার জন্য আর এজেন্টদের স্মরণাপন্ন হতে হবে না।
এখন থেকে গ্রাহকরা যেকোন সময় যেকোন যায়গা থেকে কোন ঝামেলা ছাড়াই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, নগদের পাশাপাশি রকেটের মাধ্যমেও সরাসরি বীমা পলিসির ডেফার্ড এবং নবায়ন প্রিমিয়াম জমা করতে পারবেন।
এছাড়াও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পাশাপাশি নিদিষ্ট ব্যাংকের শাখা বা উপ-শাখায় গিয়ে ব্যাংকের জমা স্লিপের মাধ্যমেও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহকগণ প্রিমিয়ামের টাকা জমা দিতে পারবেন।
এ বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ শুরু থেকেই গ্রাহক স্বার্থকে গুরুত্ব দিয়ে আসছে। কোম্পানির কার্যক্রমে স্বচ্ছতা ও গ্রাহকসেবা ত্বরান্বিত করতে আমরা সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রকেটের মাধ্যমে গ্রাহকের প্রিমিয়াম সরাসরি জমা দেয়ার এই সুবিধা সেই প্রচেষ্টারই অংশ।