বেঙ্গল ইসলামি লাইফ ও জেসিএক্স ডেভেলপমেন্টের মধ্যে গোষ্ঠী বীমা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় জেসিএক্স ডেভেলপমেন্টের প্রধান কার্যালয়ে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উক্ত তাকাফুল চুক্তিতে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেসিএক্স ডেভেলপমেন্টের সকল কর্মকর্তা-কর্মচারি বেঙ্গল ইসলামি লাইফের গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম রানা, দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের এক্সিকিউটিভ অফিসার মো. কামরুল হাসান এবং জেসিএক্স ডেভেলপমেন্টের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. আরিফুর রহমান সজল, ম্যানেজার (এইচআর-এডমিন) মো. আব্দুল্লাহ আল নোমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।