ডিসিআইএমসিএইচ ও এনআরবি ইসলামিক লাইফের মধ্যে করপোরেট চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফের পক্ষে উপস্থিত ছিলেন কনসালটেন্ট মো. মিজানুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. নাসির উদ্দিন, ডিরেক্টর (এইচআর অ্যান্ড এডমিন) আবুল কালাম মজুমদার, এক্সিকিউটিভ (বিডিডি) মো. জুবায়ের আবেদিন।
উক্ত করপোরেট চুক্তির ফলে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা নিতে পারবে।