এলিট সিকিউরিটি সার্ভিসেস ও আস্থা লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড (এলিট ফোর্স) এবং বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহষ্পতিবার (৭ মার্চ) সেনা সদরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এলিট সিকিউরিটি সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, পিএসসি (অব.) এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অব.), এমবিএ, এমএসএস, পিজিডি (ইউএসএ), এমফিল, পিএইচডি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি। এছাড়াও উভয় পক্ষের সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সম্মানিত সদস্যগণ আস্থা লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমার আওতায় জীবন ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন। উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার স্মার্ট জীবন বীমা কোম্পানির রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।