মৃত্যুদাবির প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করল জেনিথ ইসলামী লাইফ

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বীমা গ্রাহক জালাল এর মৃত্যুদাবির বিপরীতে ৯ লাখ ৭০ হাজার ৪০০ টাকার চেক তার নমিনি ও স্ত্রী মিসেস শিখার নিকট হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সংগঠন প্রধান মো. আবদুল কাদের, এসভিপি (অবলিখন ও দাবি) মো. শাহাদাত হোসেন এবং ডিভিপি ও ডেপুটি কোম্পানি সচিব মো. নজরুল ইসলাম।
এ সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সময়মতো ও স্বচ্ছভাবে দাবি পরিশোধের মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও শরিয়াহভিত্তিক জীবন বীমা সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।
তিনি আরও বলেন, সময়মতো দাবি পরিশোধই একটি জীবন বীমা কোম্পানির প্রকৃত সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।
উল্লেখ্য, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকসেবায় পেশাদারিত্ব বজায় রেখে দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে বীমা খাতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।




