ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহী পদে রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি: ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গত ২২ জানুয়ারি তিন বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দেয়া হয়।

এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মো. রফিকুজ্জামান ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়মন্ড লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফে তার কর্মজীবন শুরু করেন। সেখানে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসনসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি ডায়মন্ড লাইফের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।