রকেট ও নেক্সাসপে অ্যাপে প্রগ্রেসিভ লাইফের প্রিমিয়াম পরিশোধ সুবিধা চালু

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের জন্য প্রিমিয়াম পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হলো। এখন থেকে গ্রাহকেরা ডাচ-বাংলা ব্যাংকের রকেট এবং নেক্সাসপে অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই সহজে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এতে সময় সাশ্রয় হবে এবং নির্ধারিত সময়ে প্রিমিয়াম পরিশোধ নিশ্চিত করা আরও সুবিধাজনক হবে।

গ্রাহকদের সুবিধার্থে সোমবার (২৬ জানুয়ারি) ডাচ-বাংলা ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রিমিয়াম সংগ্রহ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং গ্রাহকসেবার মান উন্নত হবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি মো. শাহাদাত হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন আহমেদ শামছুল হুদা, ন্যাশনাল বিজনেস ম্যানেজার (রকেট) ও হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন, ডাচ-বাংলা ব্যাংক এবং রজত চন্দ্র পোদ্দার, হেড অব ডিস্ট্রিবিউশন (রকেট)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ডিজিটাল মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুযোগ বাড়ায় গ্রাহকদের দুশ্চিন্তা কমবে এবং লেনদেন হবে আরও স্বচ্ছ ও নিরাপদ। রকেট ও নেক্সাসপে অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের এই সুবিধা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য সেবা নিশ্চিত করবে বলে মনে করছে দুই প্রতিষ্ঠান।