এনআরবি ইসলামিক লাইফের পাকুন্দিয়া জোনাল অফিস উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পাকুন্দিয়া জোনাল অফিসের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) এর সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক জুটন, এনআরবি ইসলামিক লাইফের ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, ঐতিহ্য পাকুন্দিয়ার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান ভূইয়া এবং এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।
কোম্পানির এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) এইচএম মিলন রহমান অনুষ্ঠানের সভাপত্বিত করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করে সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন ও সম্পদের যাবতীয় ঝুঁকি বহনের ক্ষেত্রে বীমা সেবা জীবনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উপস্থিত সকলকে তিনি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সেবা গ্রহণের পরামর্শ দেন।