প্রতিষ্ঠার ১২তম বছরে জেনিথ ইসলামী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: ১২ বছরে পদার্পণ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সফলতার সাথে ১১ বছর অতিক্রম উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে উদযাপন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান সহ সর্বস্তরের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও কোম্পানির সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. মাহতাব উদ্দিন।
উল্লেখ্য যে কোম্পানির শুরু থেকেই জেনিথ ইসলামী লাইফ দাবি পরিশোধে অত্যন্ত সচেষ্ট। যে কোন ধরণের বীমা দাবি ৭ দিনের মধ্যে পরিশোধ করে থাকে। কোম্পানির শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকা দাবি পরিশোধ করেছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে ভবিষ্যতে বীমা দাবি পরিশোধ সহ সকল সূচকেই জেনিথ ইসলামী লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।