অবিলম্বে প্রস্তাবিত ইসলামী বীমার বিধিমালা অনুমোদনের আহবান বিটিএফ’র

সংবাদ বিজ্ঞপ্তি: প্রস্তাবিত ইসলামী বীমার বিধিমালা অনতিবিলম্বে অনুমোদনের আহবান জানিয়েছে বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ) । সংগঠনের কেন্দ্রিয় আহবায়ক কমিটি আয়োজিত আলোচনা সভায় এ আহবান জানানো হয়।

বর্তমান পরিস্থিতিতে দেশে ইসলামী বীমার উন্নয়ন-অগ্রগতি ও সুশৃঙ্খল পরিবেশ আনার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর বিজয়নগরে এ আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ তাকাফুল ফোরাম।

ফোরোমের আহবায়ক ড. আ ই ম নেছার উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন ফোরোমের সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ।

বাংলাদেশ তাকাফুল ফোরামের আলোচনা সভায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার গণঅভ্যুত্থানের ফসল বলে অভিমত ব্যক্ত করা হয়।

ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপণপূর্বক এই আন্দোলনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

দেশে ইসলামী বীমা নানা বৈষম্যের শিকার। এজন্য অর্থ মন্ত্রণালয়, আইডিআরএসহ সরকারি বেসরকারি সংস্থা বা দফতরে ইসলামী বীমা বিভাগ বা শাখা চালু করার জন্য সভায় আহবান জানানো হয়।

সভায় বীমা আইন ২০১০ এর আদলে প্রস্তাবিত ইসলামী বীমার বিধিমালা অনতিবিলম্বে অনুমোদন করে ইসলামী বীমার যথাযথ নীতিমালা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।