বন্যা দুর্গতদের পাশে রিলায়েন্স ইন্স্যুরেন্স

সংবাদ বিজ্ঞপ্তি: রিলায়েন্স ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুনের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগৃহীত অর্থ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার রিলিফ এবং ওয়েলফেয়ার ফান্ডে প্রদান করা হবে। এছাড়াও রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রতিষ্ঠানের সিএসআর ফান্ড থেকে ১০ লক্ষ টাকা মাস্তুল ফাউন্ডেশন নামের একটি সংস্থাকে বন্যার্তদের সাহায্যে প্রদান করেছে।