ন্যাশনাল লাইফের সাথে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের গ্রুপ বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সচিব প্রকৌশলী মো. নাজমুল হক প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান, পরিচালক উপ-সচিব ড. মো. বেলাল হোসেন, ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বীমা প্রধান কাজী মোহাম্মদ মহসীন, জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনিসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।