বেঙ্গল ইসলামি লাইফের সফট স্কিলস্ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে ‘সফট স্কিলস্ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) কর্মশালাটি কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মডিউলটিতে দাপ্তরিক শিষ্ঠাচার, সময় ব্যবস্থাপনা এবং দায়িত্ব গ্রহণ এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। প্রতিটি সেশনে বিষয় ভিত্তিক তথ্যবহুল ও মনোমুগ্ধকর অডিও-ভিজুয়্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রতিটি প্রেজেন্টেশনের উপর প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ফিডব্যাক নেয় হয় এবং তাঁরা এতে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এছাড়াও, প্রতিটি সেশনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন। অধিকন্তু, সেশনগুলোতে অংশগ্রহণকারীগণ মুক্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে।

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন তালুকদার এবং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মানব সম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র এক্সিকিউটভ অফিসার মো. মেহেদী হাসান।