ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১৫২তম পর্ষদ সভা

সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিটি সেন্টারে কোম্পানির প্রধান কার্যালয় এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার।

পর্ষদের সভায় কোম্পানির বিভিন্ন নীতি ও কার্যক্রম সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা করা হয় এবং কোম্পানির সার্বিক কর্মকান্ডে গতিশীলতা আনয়নের জন্য পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।

সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আল্হাজ্জ্ব মো. ইয়াহিয়া, মো. আশিক হোসেন, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, মুখ্য উপদেষ্টা আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর এবং কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন ।