রংপুরে জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স
সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী রংপুর বিভাগীয় কার্যালয়ে বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মাসকুরুল হক ও ডিএমডি সৈয়দ মাহমুদুল হক আক্কাস।
সভার সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও ডিজিএম মো. আবু মুছা তুষার। উক্ত কনফারেন্স এ বাছাইকৃত অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।