প্রগ্রেসিভ লাইফের শরিয়া কাউন্সিলের ১১তম সভা
সংবাদ বিজ্ঞপ্তি: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরিয়া কাউন্সিলের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে শরিয়া কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. আ ক ম আবদুল কাদেরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যন বজলুর রশীদ এমবিই এবং সদস্যগণের মধ্যে ছিলেন অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী, মুফতি ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, শায়খ শাহ মুহাম্মদ ওয়ালি উল্লাহ, অধ্যাপক শায়েখ এ বি এম মাসুম বিল্লাহ।
আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন ও কোম্পানির ভিপি ও ডেপুটি সিএফও মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
সভায় শরিয়া কাউন্সিলের সচিব মাওলানা এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় কোম্পানির শরিয়া কাউন্সিল পুনর্গঠন সহ ইসলামি বীমা বিধিমালা, কোম্পানির পরিকল্পসমূহ, উপবিধি, তাবাররু ফান্ডের ব্যবস্থাপনা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও শরিয়া নির্দেশনা প্রদান করা হয়।