নিটল ইন্স্যুরেন্সের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি: নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (সিলভার জুবিলী) উদযাপন করেছে। কোম্পানির প্রধান কার্যালয়ের নিজস্ব ‘নিরাপদ অডিটোরিয়াম’এ সম্প্রতি এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাঈমা হক, পরিচালক মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হোসেন, নিরপেক্ষ পরিচালক মো. সোহরাব আলী খান এফসিএমএ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহবুবুল করিম সহ কোম্পানির সকল শাখা প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তাগণ।
কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধিতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যত দিক নির্দেশনা প্রদান করেন। একইসাথে ইসি চেয়ারম্যান ও পরিচালক নাঈমা হক সাফল্যের ধারা অব্যহত রেখে আগামীতে সবাইকে একসাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।
নিটল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মেসবাউল আলম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং সকলকে সিলভার জুবিলী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।