নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমার চেক হস্তান্তর করল রূপালী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রুপ স্বাস্থ্য বীমা দাবির ১ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। সোমবার (৪ নভেম্বর) নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ভিপি মো. সাইফুর রহমানের গ্রুপ স্বাস্থ বীমার এই চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রূপালী লাইফে পক্ষে বীমা দাবির চেক হস্তান্তর করেন প্রধান আর্থিক কর্মকর্তা মিঠুন চন্দ্র পাল (এফসিএ) এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের পক্ষে চেক গ্রহণ করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন রূপালী লাইফের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা ইনচার্জ মো. আবদুল্লাহ (এবিআইএ) এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের প্রধান আর্থিক কর্মকর্তা সুজিত কুমার দে (এফসিএ) ।