গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করল যমুনা লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাভার সার্ভিস সেলের দু’জন বীমা গ্রাহকের মৃত্যুদাবির চেক সম্প্রতি হস্তান্তর করা হয়েছে। বীমা গ্রাহক আমিনুর রহমানের ৬ লাখ ২৭ হাজার ৪৩০ টাকা এবং নিপু আক্তারের ৩৬ হাজার ৯৯৮ টাকার বীমা দাবির চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. বিশ্বজিৎ কুমার মন্ডল, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. হুমায়ুন গাজী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) রাজিয়া সুলতানা স্মৃতি ও জেনারেল ম্যানেজার (উন্নয়ন) জনি মাহমুদসহ আরো অনেকে।
চেক প্রদানকালে ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বলেন, আজকের এই বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বীমা একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি যা আমরা আমাদের গ্রাহকদের সাথে করে থাকি।
তিনি বলেন, যাতে তাদের জীবনের সংকটময় মুহুর্তে আমরা পাশে দাঁড়াতে পারি। আপনাদের প্রতি আমাদের যে আস্থা এবং ভালোবাসা রয়েছে, তা আরও দৃঢ় করে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বীমা দাবির টাকা দ্রুত নিস্পত্তি করতে পেরে ভীষন আনন্দিত।