প্রোটেক্টিভ ইসলামি লাইফের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রোটেক্টিভ লাইফ বৃত্তি পরীক্ষা ২০২৪’ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) এই বৃত্তি পরীক্ষাটি জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়াইর উদয়ন প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা ও আয়োজনে ছিলেন প্রোটেক্টিভ ইসলামি লাইফের টাঙ্গাইল জেলা প্রজেক্ট ডিরেক্টর মো. আবুল কাশেম। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা দুপুর ১২.৩০ এ শেষ হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিরিবিলি পরিবেশে সম্পন্ন এই পরীক্ষায় প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এ সময়ে অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ প্রদান করা হয়েছে। প্রোটেকটিভ ইসলামি লাইফ বৃত্তি প্রোগ্রামটি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে একটি বড় সুযোগ সৃষ্টি করবে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে।