কঠোর ও সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে আইডিআরএ’র
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: পাঁচ-ই আগস্ট উত্তর পরিবর্তিত বাংলাদেশ পূর্বের অবস্থায় চলবে- এমনটা ভাবার কোন যৌক্তিক কারণ নাই।
অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের কাজে হাত দিয়েছে। কিন্তু অজানা কোন কারণে বীমা খাতের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাতের সংস্কার নিয়ে সোচ্চার কণ্ঠে কোন আওয়াজ শোনা যাচ্ছে না; কেন?
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এমনটা আশা করা যায় না। বীমা শিল্পকে টিকিয়ে রাখতে হলে অনতিবিলম্বে বীমা খাতের সংস্কারের কাজে হাত দিতে হবে।
অনেক বিলম্ব হয়ে গেছে।আর সময় নষ্ট করার সুযোগ নাই। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এ ব্যাপারে কঠিন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে।
চারদিক থেকে পরিবর্তনের হাওয়া বইছে। এই পরিস্থিতিতে ইচ্ছে করলেই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাক বা নিস্ক্রিয় হয়ে বসে থাকার সুযোগ নাই।
পরিবর্তিত পরিস্থিতিতে বীমা কর্তৃপক্ষকে অবশ্যই সক্রিয় হতে হবে এবং প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে, আইডিআরএ’র সৃষ্টি হয়েছে বীমা গ্রাহক তথা বীমা খাতের সার্বিক স্বার্থ রক্ষা করার জন্য; কোন বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়।
দুর্বল বীমা কর্তৃপক্ষ দেখতে চায় না বীমা খাত। আশা করি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অতীতের নিস্ক্রিয় মনোভাব পরিহার করে দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেবে।