বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মীর মৃত্যুদাবির চেক হস্তান্তর করলো ডেল্টা লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরে গত ২০ জুলাই নিহত গার্মেন্টস কর্মী মো. নজরুল ইসলামের মৃত্যুদাবির ১ লাখ ৯ হাজার ৭৫৩ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি তার স্ত্রী মোছা. পূর্ণিমা খাতুনের নিকট চেকটি হস্তান্তর করেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে) ।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, সিএফও মিলটন বেপারী, ইভিপি (উন্নয়ন) মো. ফরহাদ জলিল, ইভিপি (হিসাব) পল্লব ভৌমিক, ভিপি (মৃত্যুদাবি) মো. মাকসুদুর রহমান, ডিজিএম মো. নুরুল ইসলাম।