ব্যারিস্টার রেদওয়ান হোসেন এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবসিডিয়ারী প্রতিষ্ঠান এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত সিকিউরিটিজের ৫০তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

ব্যারিস্টার রেদওয়ান হোসেন স্কলাসটিকা বাংলাদেশ থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে কিংস কলেজ লন্ডন থেকে এলএলবি অনার্স ও লিংকনস ইন ইউকে থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি সিটি ইউনিভার্সিটি, ইউকে থেকে লিগ্যাল প্রফেশনাল স্কিল বিষয়ে পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক লেকচারার। ব্যারিস্টার রেদওয়ান ইংরেজি দৈনিক দি ইকোনমিক এক্সপ্রেস এর উপদেষ্টা সম্পাদক।

আইন পেশার পাশাপাশি ব্যারিস্টার রেদওয়ান পৈত্রিক ব্যবসায় সম্পৃক্ত। তিনি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান নিউ নেশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতীক সিরামিকসের পরিচালক।

ব্যারিস্টার রেদওয়ান ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের অধিবাসী। তার পিতা আলহাজ্ব তোফাজ্জল হোসেন ফেনীর স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান।