কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী কক্সবাজারে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি ও হেড অব মেট্রো মোহাম্মদ ইমরান। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জল হোসাইন মানিক। সভার সভাপতিত্ব করেন ডেপুটি প্রজেক্ট হেড ও কক্সবাজার ডিভিশন অফিস ইনচার্জ সাবেকুন্নাহার।

সভায় কক্সবাজার ডিভিশন অফিসের বাছাইকৃত ৭০ জন ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফাইন্যানসিয়াল অ্যাসোসিয়েট ও সিনিয়র উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।