বীমা খাত নিয়ে বিআইপিডি’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড বিকেলে

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা প্রসারের প্রধান অন্তরায় : বীমা সম্পর্কে জনগণের অনীহার্শীষক বিতর্ক প্রতিযোগিতর আয়োজন করেছে বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) ।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটায় অনলাইনে এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

বিতর্ক প্রতিযোগিতাটি পৃষ্ঠপোষকতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অনুষ্ঠানটি দেখতে এই লিংকে যোগদান করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

জুম লিংক- https://us06web.zoom.us/j/8206980420?omn=86730771431

মিটিং আইডি: 820 698 0420

তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২৪

সময়: দুপুর ২:৩০ মিনিট

বি.দ্র: অনুষ্ঠান শুরুর ১০ মিনিট পূর্বে যোগদান করতে হবে।