সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের ২৩তম বার্ষিক সাধারণ সভা

সংবাদ বিজ্ঞপ্তি: সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে রুপালী বীমা ভবনে অবস্থিত কাউন্সিল কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।

সাধারণ সভায় কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বঙ্গভবন জামে মসজিদের খতীব ও আলফা ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, গার্ডিয়ান লাইফের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী।

উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদ।

এছাড়াও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ সদস্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কাউন্সিলের বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০২৩ সালের অডিট রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন, ২০২৪ সালের অডিটর নিয়োগ ও ২০২৫ সালের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।