বীমা নিয়ে বিআইপিডি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফর প্রোফেশনাল ডেভলপমেন্টের (বিআইপিডি)বীমা প্রসারের প্রধান অন্তরায়: বীমা সম্পর্কে জনগণের অনীহা’ এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ জানুয়ারি) ন্যাশনাল লাইফ এবং নিটল ইন্স্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় বিআইপিডি’র কার্যালয়ে এই পুরস্কার বিতরণ করা হয়।

বিআইপিডি’র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মুশফিকুর করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিসিও মো. এনামুল হক, নিটল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাধারণ বীমা করপোরেশনের সাবেক পরিচালক এ কে এম এহসানুল হক এফসিআইআই এবং প্রতিযোগিতায় বিজয়ীসহ বিআইপিডি’র কর্মকর্তাগণ।

উল্লেখ্য, প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড সোমবার (৩০ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মো. নাঈম ইসলাম, ২য় উম্মে ইফফাত জাহান, যুগ্নভাবে ৩য় স্থান অধিকার করে সাবেকুন নাহার ও মো. আব্দুল্লাহ আল কোরাইস, ৪র্থ হয় মো. আবু সাঈদ এবং ৫ম স্থান অধিকার করে মো. নাজমুল হোসেন।