ইস্টার্ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি: ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় এ সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আ স ম ওয়াহিদুজ্জামান।

সম্মেলনে উপস্থিত হয়ে কোম্পানির বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪ কে সাফল্যমন্ডিত করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, পরিচালক মতিউর রহমান, পরিচালক মুজিবুর রহমান, পরিচালক নেহরীন রহমান এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক।

বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন কোম্পানির সকল শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।