কুমিল্লায় ট্রাস্ট ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা গ্রাহক মরহুম আবু মিয়ার মৃত্যুদাবির ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার কুমিল্লার লাঙ্গলকোটে আবু মিয়ার বাড়িতে তার স্ত্রী শাহেদা বেগমের হাতে এই চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এসএএমডি আলাউদ্দিন স্বপন।
এসইভিপি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কোম্পানির জেইভিপি তাজুল ইসলামসহ স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)