বিআইএ’র নবনির্বাচিত কমিটিকে বেঙ্গল ইসলামি লাইফের শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিআইএ’র কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফের ভাইস-চেয়ারম্যান এবং বিআইএ’র নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য (লাইফ) মো. আমিন হেলালীর নেতৃত্বে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় তারা বিআইএ’র নির্বাহী কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট কাজী শাখাওয়াত হোসেইন লিন্টুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের কার্যমেয়াদের সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা জ্ঞাপনের সময় আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির।