মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করল যমুনা লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: মেয়াদোত্তর বীমা দাবির ৯ লাখ ১৭৫ টাকার চেক হস্তান্তর করল যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি বীমা গ্রাহক মোহাম্মদ হোসেনকে মেয়াদোত্তর বীমা দাবির এই চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরের উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান, পরিচালক সাবেদুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. বিশ্বজিৎ কুমার মন্ডল, সিনিয়র ডিএমডি মো. ফরিদুল আলম, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান মো. হারুনুর রশিদ।
এছাড়াও অর্থ ও হিসাব বিভাগের প্রধান মোজাম্মেল হক সরমান, উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান কাজী মাহবুব-ই-খুদা, অডিট বিভাগের প্রধান মো. মাসুদ আলম মিয়া, মানব সম্পদ ও সংস্থাপন বিভাগের প্রধান মোহাম্মদ মোজাম্মেল হক এবং পলিসি সার্ভিস ও দাবি বিভাগের প্রধান সজীব ভৌমিক উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরকালে কোম্পানির চেয়ারম্যান বলেন, আমরা আমাদের গ্রাহকদেরকে দেয়া প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবন্ধ এবং বীমা মেয়াদ পূর্তির টাকা দ্রুত নিস্পত্তি করতে পেরে ভীষন আনন্দিত।