জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪র্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে গত ২৮ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় কোম্পানির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার, পরিচালকবৃন্দের ম্যধ্যে ফিরোজ আলম, মো. আলী আজীম খান, মো. আবদুল জলীল, জামিল আনসারী, মিসেস নাজনীন আহমেদ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।