রোহিঙ্গাদের পাশে ট্রাস্ট ইসলামী লাইফ
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় সহস্রাধিক অসহায় রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জিনিসপত্র এবং নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত ১ অক্টোবর রোববার সকালে কোম্পানির পক্ষে এসব ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এরআগে গত ৩০ সেপ্টেম্বর একটি ট্রাকে ত্রাণ নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে কোম্পানিটির ত্রাণ বিতরণী টিম। পরদিন সেনা বাহিনীর সহযোগিতায় ‘নীলা ক্যাম্পে’ এসব ত্রাণ সরবরাহ করা হয়। একই দিন বিকালে কোম্পানির পক্ষ থেকে ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তাদের হাতে নগদ টাকা প্রদান করা হয়।
এসময় গিয়াস উদ্দিন বলেন, অসহায় রোহিঙ্গাদের সাহায্য করা আমাদের প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব। ইসলামী শরিয়া মোতাবেক ব্যবসা করা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানীত পরিচালকবৃন্দ সবসময় মানবতার পাশে ছিলেন, এখনো আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন।
ট্রাস্ট ইসলামী লাইফের ত্রাণ প্যাকেটে প্রতি পরিবারের জন্য ছিল- চার কেজি চাল, এক কেজি চিড়া, আধা কেজি ডাল, আধা কেজি লবণ, আধা কেজি গুড়, আধা লিটার তেল, বিস্কুটের তিনটি প্যাকেট, একটি ডেটল সাবান, একটি প্লেট, একটি গ্লাস এবং একটি চামচ।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সেনা বাহিনীর অভিযানের কারণে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৪ লাখের বেশি শরণার্থী বাংলাদেশে এসেছে বলে ধারণা করছে ত্রাণ সংস্থাগুলো। তবে স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিরা বলছে শরণার্থীর সংখ্যা আসলে সাড়ে ৫ লাখের বেশি। আপনজন ও সহায়-সম্বল হারিয়ে শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছে এসব রোহিঙ্গা।