হাজারে ৫৫ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ান লাইফের
নিজস্ব প্রতিবেদক: পলিসি বোনাস ঘোষণা করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে কোম্পানির দায় ও পরিসম্পদের ভ্যালুয়েশনের ফলাফল অনুযায়ী এই বোনাস ঘোষণা করা হয়েছে। ২০১৩ সালে অনুমোদন পাওয়া ১৩টি কোম্পানির মধ্যে গার্ডিয়ান লাইফই প্রথম গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করলো।
ঘোষণা অনুসারে, কোম্পানিটির একক বীমার লাভসহ চালু পলিসির ক্ষেত্রে প্রতি ১ হাজার টাকা বীমা অংকের ওপর ৫৫ টাকা হারে বোনাস পাবেন বীমা গ্রাহকরা। যে সকল পলিসি ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ২ বছর পূর্ণ করেছে সে সকল পলিসিতে রিভার্শনারি বোনাস প্রদান করা হবে।
এই বোনাস সকল মেয়াদের লাভযুক্ত পলিসির জন্য একই হারে প্রদান করা হবে এবং বোনাসের এই হার পরবর্তী বোনাস ঘোষণার আগ পর্যন্ত পলিসি গ্রাহকের মেয়াদপূর্তিতে অথবা মৃত্যুতে তার নমিনিকে প্রদান করা হবে বলে জানিয়েছে গার্ডিয়ান লাইফ কর্তৃপক্ষ।
এ বিষয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা মনিরুল আলম তপন বলেন, আমরা চেষ্টা করছি ভাল কিছু করতে। আমারা চাই গ্রাহককে সর্বোচ্চ সুবিধা দিতে। এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, বলেন মনিরুল আলম।