সানলাইফ ইন্স্যুরেন্সের কক্সবাজার ভ্রমণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায় গতি ফিরিয়ে আনার লক্ষ্যে সম্প্রতি “কক্সবাজার ভ্রমণ প্রতিযোগিতা-২০১৭” অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির নতুন মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে একেএম শরীফুল ইসলাম যোগদানের পর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চলের কোম্পানি কার্যালয় থেকে এই প্রতিযোগিতায় বিজয়ী সর্বমোট ১৫১ জন বিপণন কর্মকর্তা অনুষ্ঠানটিতে অংশ নেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোম্পানির ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিপণন কর্মকর্তাদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উক্ত আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারপারস প্রফেসর রুবিনা হামিদ এবং বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক ড. কাজী আক্তার হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি এস এম আসলাম রেজা, ডিএমডি (অর্থ ও হিসাব) এবং কোম্পানি সচিব মো. রবিউল আলম এসিএসসহ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীরা।
কক্সবাজার সম্মেলনের সফলতায় কোম্পানির সর্বস্তরের কর্মকর্তাদের মধ্যে পুনরায় ব্যবসায়িক প্রাণ সঞ্চার হয় এবং পুনরুদ্যমে কাজ করার জন্য তারা অঙ্গীকার করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

 (1).gif)


