কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের প্রশিক্ষণ ও সমাপনি সভা
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের বেসিক লেভেল ট্রেনিং এবং ব্যবসা সমাপনি সভা- ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় স্থানীয় একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এসইভিপি মো. নাজমুল হুদা। এছাড়া এসইভিপি মো. দিদার হোসেন, এসইভিপি মো. আমিনুল হক ও এসইভিপি মো.আবদুল কাদির উপস্থিত ছিলেন।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাদেরের সভাপতিত্বে দিনব্যাপী এ প্রশিক্ষণ ও ব্যবসা সমাপনি সভায় কোম্পানিটির কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।