নতুন বছরকে স্বাগত জানালো বিজিআইসি

ডেস্ক রিপোর্ট: অনাড়ম্বর পরিবেশে ২০১৮ সালকে স্বাগত জানালো বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সে কোম্পানি (বিজিআইসি) । কোম্পানির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিআইসি'র চেয়ারম্যান তওহিদ সামাদ। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।

এসময় বিজিআইসি’র উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য আরও কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরামর্শ দেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ।

উল্লেখ্য, দেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ বিজিআইসি’র প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ সামাদের ৯৫তম জন্মদিনও ছিল ১ জানুয়ারি। অনুষ্ঠানে তার আদর্শ ও বীমা শিল্পে তার অবদানের কথা স্মরণ করা হয়।