সানলাইফ ইন্স্যুরেন্সের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের মেয়াদোত্তীর্ণ বীমা দাবি বাবদ ৪ লাখ ৯ হাজার ৬৬১ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য গকুল চাঁদ দাস এ চেক হস্তান্তর করেন।
বীমা গ্রাহক মিসেস সৈয়দা সামছুন আক্তার (পলিসি নং ৩৫০০০০৫১২-৩)-এর পক্ষে চেকটি গ্রহণ করেন যুগ্ম সচিব মহিবুর রহমান। চেক হস্তান্তর অনুষ্ঠানে সানলাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)