সাতক্ষীরা ও নড়াইলে পপুলার লাইফের সাড়ে ৪ কোটি টাকার দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও নড়াইল জেলার ২ হাজার ৪৭৬ গ্রাহকের ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ১৭৬ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি জেলা দু'টিতে গ্রাহক সমাবেশ আয়োজনের মাধ্যমে এসব চেক হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে ১ হাজার ৬৭০ গ্রাহকের বীমা দাবি বাবদ ২ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৫০৩ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এতে সভাপতিত্ব করেন কোম্পানির নির্বাহী পরিচালক মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মো. কামাল হোসেন মহসিন, প্রকল্প পরিচালক মুফতি মো. দিদারুল ইসলাম, কোম্পানির আইন উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মিজানুর রহমান, প্রকল্প ইনচার্জ ও অতিরিক্ত প্রকল্প পরিচালকবৃন্দ এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অন্যদিকে নড়াইল জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গ্রাহক সমাবেশে ৮০৬টি চেকে ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৬৭৩ টাকা টাকা বীমা দাবি পরিশোধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির নির্বাহী পরিচালক মো. কামাল হোসেন মহসিন।