ন্যাশনাল লাইফের ম্যানেজার’স কনফারেন্স অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালের ব্যবসা সমাপনী শেষে নব উদ্যোমে ২০১৮ সালের ব্যবসা শুরুর লক্ষ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার’স কনফারেন্স- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিমউদ্দিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইভিপি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, এনপিডিআই প্রধান ইভিপি মো. খুরশীদ আলম পাটোয়ারী, জনবীমা প্রধান ইভিপি মো. আবুল কাসেম, তাকাফুল প্রধান এভিপি জিএম হেলাল উদ্দিনসহ কোম্পানীর উর্ধ্বতন নির্বাহীরা। অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানির প্রায় ৬শ' উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।