এবার ৫ দিনে এলআইসি'র মৃত্যুদাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: বীমা গ্রাহকের মৃত্যুর ৫ দিনের মধ্যে এবার দাবি পরিশোধ করেছে দেশি-বিদেশি মালিকানার বীমা কোম্পানি এলআইসি বাংলাদেশ। চট্টগ্রামের হালিশহরে গতকাল শনিবার মৃত লাভলু বৈদ্যের মরণোত্তর বীমা দাবির ১ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করে কোম্পানিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

এরআগে গত সেপ্টেম্বরে ঢাকায় একজন বীমা গ্রাহকের মৃত্যুদাবি উত্থাপনের ২৪ ঘণ্টার মধ্যে তা পরিশোধ করে কোম্পানিটি। সেটি ছিল প্রতিষ্ঠানটির প্রথম মৃত্যুদাবি। যাতে দাবির পরিমাণ ছিল ৮ লাখ টাকা। গ্রুপ বীমার অধীনে পলিসিটি নিয়েছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর মতিঝিল শাখার সিনিয়র অফিসার আর কে চন্দ্র।

এলআইসি বাংলাদেশ'র চট্টগ্রাম আগ্রাবাদ অফিসের আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির এমডি ও সিইও অরূপ দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম আজাদ। ব্রাঞ্চ ইনচার্জ মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার এএসএম জসিম উদ্দিন।