সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রের মৃত্যুদাবি পরিশোধ করলো জেনিথ লাইফ

ডেস্ক রিপোর্ট: গ্রুপ বীমার আওতায় সাউথইস্ট ইউনিভার্সিটির একজন ছাত্রের মৃত্যুদাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ মঙ্গলবার ইউনিভার্সিটির সভা কক্ষে গ্রুপ বীমার ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিনের নিকট দুর্ঘটনায় নিহত ছাত্র মো. আসিফুর রহমানের মৃত্যুদাবির চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ (অব.), কন্ট্রোলার অব একাউন্টস ওয়াদুদ আহমেদ, এফসিএ এবং জেনিথ লাইফের জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান এবং এজিএম (গ্রুপ বীমা) আনোয়ার হোসেন সরকার।

উল্লেখ্য, ইতোপূর্বেও সাউথইস্ট ইউনিভার্সিটির দু'জন ছাত্রের গ্রুপ বীমা দাবী বাবদ দুই লাখ টাকা পরিশোধ করে জেনিথ ইসলামী লাইফ। (সংবাদ বিজ্ঞপ্তি)